ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৩ অক্টোবর পর্যন্ত ‘প্রিয়শপে’ ঈদ-পূজা উৎসব

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪
৩ অক্টোবর পর্যন্ত ‘প্রিয়শপে’ ঈদ-পূজা উৎসব

আসন্ন ঈদ ও পূজাকে সামনে রেখে দেশের অনলাইনে কেনাবেচার অন্যতম ই-কমার্স সাইট প্রিয়শপ ডটকমে (priyoshop.com) চলছে ঈদ-পূজা উৎসব। হরেক বাহারি সব পণ্যের পসরায় সেজেছে মাধ্যমটি।

গ্রাহকদের জন্য রয়েছে শতভাগ ক্যাশবাক অফার, মূল্যছাড়, বিনামূল্যে পণ্য ডেলিভারি সুবিধা।

প্রিয়শপ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খান বলেন, আগের মতো এবারও আয়োজিত এই অনলাইনে ঈদ-পূজার উৎসবে নতুন ডিজাইনের থ্রি-পিস, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, পোলো, টিশার্ট, শাড়ি, সানগ্লাস, ঘড়িসহ নানা পণ্যের সংগ্রহ রয়েছে। উৎসব চলাকালীন ক্রেতারা যত টাকার পণ্য কিনবে ঠিক তত টাকারই ক্যাশব্যাক ভাউচার পাবে। উৎসব শেষে লটারির মাধ্যমে নির্বাচিত বিজয়ীরা ক্যাশব্যাক ভাউচারের মাধ্যমে পুনরায় প্রিয়শপ ডটকম থেকে কেনাকাটার সুযোগ পাবে।

এই উৎসবের আওতায় প্রায় প্রতিটি পণ্যেই থাকছে বিশেষ মূল্যছাড়। এছাড়া নির্দিষ্ট পণ্য কিনলে পাওয়া যাচ্ছে বিনামূল্যে ডেলিভারি।

আগ্রহীরা (http://priyoshop.com/eid-puja.aspx) লিংকে গিয়ে পছন্দের পণ্য কিনতে পারবেন। আগামী ৩ অক্টোবর পর্যন্ত উৎসব অফার কার্যকর থাকবে।

বাংলাদেশ সময়:  ০৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।