ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

উইটসা’র গ্লোবাল ট্রেড কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিসিএস প্রতিনিধি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪
উইটসা’র গ্লোবাল ট্রেড কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিসিএস প্রতিনিধি

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) মনোনীত প্রতিনিধি এবং বিসিএস’র সাবেক সভাপতি সবুর খান ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস অ্যালায়েন্সেস (উইটসা) এর গ্লোবাল ট্রেড কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

২৮ সেপ্টেম্বর মেক্সিকোর গুয়াডালাজারায় জেনারেল এসেম্বলীতে প্রতিদ্বন্দিতাপূর্ণ এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ থেকে উইটসা‘র একমাত্র সদস্য বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।

উইটসার সদস্য হিসেবে বিসিএস তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক পরিমন্ডলে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। বিসিএস বৈশ্বিক তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের ভূমিকা আরো সম্প্রসারণ করতে সংগঠনটির সাবেক সভাপতি এবং ডেফোডিল কম্পিউটার্স লিমিটেডের চেয়ারম্যান সবুর খানকে উইটসার এ পদটির জন্য মনোনীত করেন।

উইটসার সাথে বিসিএস’র ধারাবাহিক ও অব্যাহত নিবিড় সম্পর্কের কারণে এ অর্জন সম্ভব হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ কম্পিউটার ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনটি। অনন্য এ বিজয়ের মাধ্যমে তারা তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক ক্ষেত্রে আরও জোরালো ভূমিকা পালনের প্রত্যাশা করছে।

নবনির্বাচিত গ্লোবাল ট্রেড কমিটির চেয়ারম্যান সবুর খান বাংলাদেশ এবং বৈশ্বিক উন্নয়নে তথ্যপ্রযুক্তি বিষয়ক পরিকল্পনাগুলো উপস্থাপন করেন।

২০০২-২০০৩ সময়কালে বিসিএস’র সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের (ডিসিসিআই) সভাপতি ছিলেন।

প্রসঙ্গত, ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস অ্যালায়েন্সেস (উইটসা) বিশ্বের ৮০ টি দেশের তথ্যপ্রযুক্তি সংগঠন নিয়ে গঠিত তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক সংগঠন। তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা খাতে বিশ্বব্যাপী উইটসা নেটওয়ার্কের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগকে উৎসাহিত করে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।