ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এলজি’র নতুন মাল্টি-টাস্কিং মনিটর

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৪
এলজি’র নতুন মাল্টি-টাস্কিং মনিটর

দেশের আইটি মার্কেটে এলজি ‘২৯ইউএম৬৫’ মডেলের আল্ট্রা-ওয়াইড ফুল এইচডি মনিটর নিয়ে এসছে গ্লোবাল ব্র্যান্ড। ২৯ ইঞ্চি আইপিএস প্রযুক্তির এলইডি ডিসপ্লেযুক্ত মনিটরটির স্ক্রিন রেশিও ২১:৯, রেজ্যুলেশন ২৫৬০ বাই ১০৮০।

অন্যান্য বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে আছে ডুয়াল লিংক-আপ সুবিধা, ফলে একই সাথে মিডিয়া প্লেয়ারে মুভি উপভোগের পাশাপাশি মাইক্রোসফট অ্যাপসগুলোর কাজ করা যাবে। এছাড়া একই মনিটরে ২টি ডিভাইস চালানো যাবে।

সাধারণ মনিটরে ব্যবহারকারী একসঙ্গে দুটি কাজ করতে চাইলে ফাইল বা ট্যাব মিনিমাইজ করতে হয়। এরপর তাকে অন্য কাজ করতে হয়। কিন্তু এই মনিটরে মাল্টি-টাস্কিং প্রযুক্তি থাকায় মনিটরের পর্দাকে চার অংশে ভাগ করে একইসাথে চারটি প্রোগ্রামের ট্যাব খুলে কাজ করতে পারবে।

মনিটরটির সংযোগ অপশনে ১টি ডিভিআই-ডি পোর্ট, ২টি এইচডিএমআই পোর্ট, ১টি ডিসপ্লে পোর্ট এবং ২টি ৭ ওয়াটের স্পিকার বিল্ট-ইন রয়েছে।

তিন বছরের ওয়ারেন্টিসহ নতুন এই মাল্টি-টাস্কিং মনিটরের দাম ৬০ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।