ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১৬ অক্টোবর আসছে অ্যাপলের গোল্ড আইপ্যাড

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৪
১৬ অক্টোবর আসছে অ্যাপলের গোল্ড আইপ্যাড

ঢাকা: আগামী ১৬ অক্টোবর অ্যাপল তার গোল্ড আইপ্যাড উন্মোচন করবে বলে রি/কোড’র বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এর আগে ২৪ অক্টোবরের কথা জানিয়েছিল সংবাদমাধ্যম।



এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের কুপারতিনোর সদর দফতরে একটি ছোট আকারের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত আইপ্যাডটিতে অ্যাপল পে নামে একটি সফটওয়্যার ব্যবহৃত হয়েছে বলে সংবাদমাধ্যম জানিয়েছে।

আইপ্যাডটিতে সোনালি রঙের একটি ছাপ দেওয়া হয়েছে, যা দেখতে অনেকটা সদ্য বাজারে আসা আইফোন ৬ ও ৬ প্লাসের মতো। এছাড়া সিলভার ও গ্রে রঙে পাওয়‍া যাবে এ আইপ্যাড।

৯.৭ ইঞ্চি পর্দার নতুন এ ট্যাব আগের ট্যাবের চেয়ে পাতলা ও গোলাকৃতির। অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে আইওএস ৮.১ বেটা সফটওয়্যার।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।