ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন পণ্য :.

৪৯ হাজার ৫০০ টাকায় গ্রাফিক্স ল্যাপটপ

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১১
৪৯ হাজার ৫০০ টাকায় গ্রাফিক্স ল্যাপটপ

বিখ্যাত আসুস ব্র্যান্ডের এক্স৪২জেওয়াই মডেলের নতুন ল্যাপটপ এখন দেশেই পাওয়া যাচ্ছে। এ ল্যাপটপের মূল পর্দা ১৪ ইঞ্চি।

এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

২.৫৩ গিগাহার্টজ গতির ইন্টেল কোরআইথ্রি প্রসেসরযুক্ত এবং হালকা গড়নের এ আধুনিক মাল্টিমিডিয়া ল্যাপটপে আছে পাওয়ার৪ গিয়ার, মাল্টিটাচ টাচপ্যাড, স্মার্ট লগঅন, পাম প্র“ফ প্রযুক্তির ফিচার।

উন্নত গ্রাফিক্সের প্রোগ্রাম ও গেম উপভোগে আছে এটিআই রেডিয়ন চিপসেটের ১ গিগাবাইট ভিডিও মেমোরি, ৩ গিগাবাইট ডিডিআরথ্রি র‌্যাম এবং ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক।

এছাড়া নতুন এ ল্যাপটপে আছে ওয়্যারলেস ল্যান, ডিভিডি রাইটার, থ্রিডি অডিও, গিগাবিট ল্যান, ওয়েবক্যাম, মেমোরি কার্ড রিডার, স্পিকার, ৩টি ইউএসবি ২.০ পোর্ট, ১টি এইচডিএমআই পোর্ট প্রভৃতি। বর্তমানে ল্যাপটপটি লাল এবং নীল রঙে পাওয়া যাচ্ছে।

এ মুহূর্তে মূল্য দাম ৪৯ হাজার ৫০০ টাকা। অনুসন্ধানে : গ্লোবাল ব্র্যান্ড। হ্যালো : ০১৭১৩২৫৭৯৪২, ৮১২৩২৮১।

বাংলাদেশ স্থানীয় সময় ২১৪২, মার্চ ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।