ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সংযুক্ত থাকা একটি মানবাধিকার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৪
সংযুক্ত থাকা একটি মানবাধিকার মার্ক জুকারবার্গ

ঢাকা: সংযুক্ত থাকাকে মানবাধিকার হিসেবে আখ্যা দিলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তিনি বলেন, আমরা এমন একটি ইন্টারনেট সেবা তৈরি করতে চাই, যার মাধ্যমে সবাই উপকৃত হবেন।



দু’দিনব্যাপী Internet.org সামিটে যোগ দিতে বৃহস্পতিবার প্রথমবারের মতো ভারত এলেন জুকারবার্গ। দিল্লিতে সামিটের উদ্বোধনকালে জুকারবার্গ এ কথা বলেন।

তিনি বলেন, মানুষের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে এ আয়োজন। আপনি যদি মোবাইলের পেছনে ব্যয়ের কথা চিন্তা করেন তাহলে ইন্টারনেটের ব্যয়ও অন্যতম।

জুকারবার্গ বলেন, যখন মানুষ সংযুক্ত থাকবেন তখন সবকিছু সহজ হবে। ভারত বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে। আগামী প্রজন্ম ভারতকে বিশ্বের কাছে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে।

স্থানীয় ভাষায় অ্যাপ তৈরির জন্য ২০০৭ সাল থেকে কাজ করছে ফেসবুক জানান জুকারবার্গ।

সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে জুকারবার্গের।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।