ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টুইটারে অর্থ লেনদেনের সেবা দেবে বিপিসিই

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৪
টুইটারে অর্থ লেনদেনের সেবা দেবে বিপিসিই

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারের মাধ্যমে অর্থ লেনদেনের সেবা চালু করছে ফ্রান্সের দিতীয় বৃহত্তম ব্যাংকিং গ্রুপ বিপিসিই।

সংবাদমাধ্যম প্রতিবেদনে জানানো হয়েছে, গ্রাহকদের নতুন সেবা দেওয়ার লক্ষ্যে বিপিসিই এর এস-মানি ডিভিশন টুইটারকে সঙ্গে নিয়ে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছে।

সেবাটি কেবল ফ্রান্সের বিপিসিই ব্যাংকে যাদের অ্যাকউন্ট আছে তাদের জন্যই প্রযোজ্য। এছাড়া টুইটারে টাকা লেনেদেনে থাকবে তাদের নিয়ন্ত্রণ।

এ প্রসঙ্গে জিন ওয়াইভেস ফোরেল, বিপিসিই গ্রুপের কমার্শিয়াল ব্যাংকিং এবং ইন্সুরেঞ্জের প্রধান নির্বাহী এক বিবৃতিতে জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থ লেনদেনের জন্য এস-মানি’র এই উদ্যোগ সম্পূর্ণভাবে নতুন একটি দিক উন্মোচন করবে।

এর মাধ্যমে অর্থ লেনদেনে কোনো ভয়ের কারণ নেই। কারণ টাকা পাঠানোর পর প্রেরক ও গ্রাহক এসএমএস এর মাধ্যমে নিশ্চিত হতে পারবে।

এদিকে সেবাটি আনা নিয়ে প্রযুক্তি অঙ্গনের লোকজন মন্তব্য করছে, ফেসবুক আর অ্যাপলকে টেক্কা দিতেই টুইটারের এদিকে অগ্রসর।

ওলিভিয়ার গনজেলেজ টুইটার ফ্রান্সের প্রধান নির্বাহী বলেন,  ১৪০ শব্দের মেসেজের এই প্লাটফর্ম অর্থ লেনদেনের জন্য উপযুক্ত। কারণ এটি সক্রিয়, প্রকাশ্য এবং আলাপচারিতার সব ধরনের সুবিধায় রয়েছে।

উল্লেখ্য, গত মাসে ‘বাই’ বাটন নিয়ে আসে টুইটার। এর মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি টুইট করে পণ্য ক্রয় করতে পারে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।