ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভিভিটেকের নতুন অলরাউন্ড ডিজিটাল প্রজেক্টর

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪
ভিভিটেকের নতুন অলরাউন্ড ডিজিটাল প্রজেক্টর

ভিভিটেক ব্র্যান্ডের ডিডব্লিউ৮৬৬ মডেলের মিডিয়া প্লেয়ার রেডী প্রযুক্তির অলরাউন্ড ডিজিটাল প্রজেক্টর দেশের বাজারে পাওয়া যাচ্ছে। ভিভিটেকের নতুন এই মডেলটি নিয়ে এসছে গ্লোবাল ব্র্যান্ড।

এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ব্যবহারকারী পিসি ছাড়াই এমএস ডকুমেন্ট, ফটো, ভিডিও এবং অডিও ফাইল চালাতে পারবে। প্রজেক্টরটি ডিএলপি, ব্রিলিয়েন্ট কালার এবং থ্রি-ডি সমর্থিত।

ডব্লিউএক্সজিএ রেজ্যুলেশনের (১২৮০ বাই ৮০০) এই প্রজেক্টরের কন্ট্রাস্ট রেশিও ৬০০০:১, ব্রাইটনেস ৪০০০ এএনএসআই লুমেন্স, ইনপুট/আউটপুট পোর্ট হিসেবে রয়েছে এইচডিএমআই, ভিজিএ, ইউএসবি পোর্ট।

এতে ওয়াই-ফাই মডেম ব্যবহার করে পিসি/ম্যাক সিস্টেমের ওয়্যারলেস ডিজিটাল কন্টেট প্রদর্শন করা যায়। মাল্টিমিডিয়া বা ভিডিও অ্যাপ্লিকেশনের জন্য উপযুক্ত এই প্রজেক্টরটির দাম ৭০ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।