ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাশ্রয়ে নেটওয়ার্ক ডুপ্লেক্স প্রিন্টার স্যামসাং ‘এম-২৮২০’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪
সাশ্রয়ে নেটওয়ার্ক ডুপ্লেক্স প্রিন্টার স্যামসাং ‘এম-২৮২০’

নেটওয়ার্ক ডুপ্লেক্স প্রিন্টিং সুবিধার সাশ্রয়ী মূল্যের স্যামসাং এম-২৮২০ এনডি মডেলের প্রিন্টার দেশের বাজারে নিয়ে এলো কম্পিউটার সোর্স। প্রতি মিনিটে ২৮ পৃষ্ঠা এবং প্রতিমাসে ১২ হাজার পৃষ্ঠা প্রিন্টিং সক্ষমতার এই প্রিন্টারে রযেছে ১২৪ মেগাবাইট র‌্যাম, ৬০০ মেগাহার্জ ডুয়ালকোর প্রসেসর।

প্রিন্ট রেজ্যুলেশন ৪৮০০ বাই ৬০০ ডিপিআই।

প্রিন্টারটির মাধ্যমে একই নেটওয়ার্কে থাকা একাধিক কম্পিউটার থেকে একইসঙ্গে প্রিন্ট দেয়া যায়। ফলে কম্পিউটারগুলোর সঙ্গে বারবার প্রিন্টার সংযুক্ত করার ঝামেলা থাকেনা। কর্মক্ষেত্রে এ ধরনের প্রিন্টার উপযুক্ত। কারণ সবাই নিজ স্থানে বসেই প্রিন্ট দেওয়ার সুযোগ পায়।

এর বিশেষ আরেকটি দিক হলো ডুপ্লেক্স প্রিন্ট প্রযুক্তি। এই প্রযুক্তিটি থাকায় ব্যবহারকারীকে ম্যানুয়ালি পৃষ্ঠা উল্টে উভয় পিঠ প্রিন্ট করতে হয়না। স্বয়ংক্রিয়ভাবেই কাজটি করে স্যামসাং এম-২৮২০ এনডি। প্রিন্টারটির দাম ১৪,০০০ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।