ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৩১ মার্চ থেকে

ভারতজুড়ে মোবাইল অপারেটর বদলালেও এক নাম্বার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪
ভারতজুড়ে মোবাইল অপারেটর বদলালেও এক নাম্বার

ঢাকা: আগামী ৩১ মার্চ থেকে পুরো ভারতে একটি মাত্র মোবাইল নাম্বার ব্যবহারের সুবিধা ভোগ করবেন গ্রাহকরা। এমনকি অপারেটর পরিবর্তন করলেও তারা এ সেবা উপভোগ করতে পারবেন।



দেশটির টেলিকম কমিশন ২০১৫ সালের ৩১ মার্চ থেকে এই সেবা চালুর নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।

পিটিআই’র প্রতিবেদন মতে, এই মোবাইল নাম্বার পোর্টাবিলিটি (এমএনপি) সেবা চালু হলে গ্রাহকরা ভারতের যে কোনো স্থানে একটি মাত্র নাম্বার ব্যবহার করতে পারবেন, যেন পুরনো সংযোগ ও সম্পর্ক থেকে বিছিন্নতা এড়াতে পারেন। এই সুবিধা তারা ভোগ করতে পারবেন অপারেটর পরিবর্তন করলেও।

যেমন- দিল্লির কোনো মোবাইল অপারেটরের গ্রাহক মুম্বাই ও চেন্নাইয়ে গিয়ে একই নাম্বার ব্যবহার করতে পারবেন, কেবল দিল্লি বা মুম্বাই-চেন্নাই নয়, ভারতের যে কোনো স্থানে যে কোনো নেটওয়ার্কে একটি মাত্র নাম্বার ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

ভারতে বর্তমানে অভিন্ন অপারেটরের সেবা পাওয়া যায় এমন এলাকায় এমএনপি সেবা চালু রয়েছে।

পূর্ণ মোবাইল নাম্বার পোর্টাবিলিটি সেবা চালু করতে ২০১৫ সালের ৩১ মার্চকে নির্ধারিত করে টেলিকম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (ট্রাই) দেওয়া সুপারিশ গ্রহণও করে ফেলেছে টেলিকম কমিশন।

এখন কেবল এই সুপারিশ চূড়ান্ত অনুমোদনের জন্য টেলিকমমন্ত্রী রবিশঙ্কর প্রাসাদের কাছে উত্থাপনের অপেক্ষায় বলে জানায় পিটিআই।

ট্রাই’র পক্ষ থেকে প্রকাশিত একটি প্রতিবেদন মতে, ৩১ আগস্ট পর্যন্ত ভারতের প্রায় ১৩ কোটি লোক এমএনপি সুবিধা চালুর জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছে।

এদিকে সরকারি একটি সূত্র জানায়, দূরবর্তী আগরতলা, ত্রিপুরা ও মিজোরামে মোবাইল সেবা আরও উন্নত করতে বাংলাদেশের মাধ্যমে বিকল্প টেলিযোগাযোগ রুট ব্যবহারে টেলিকমিউনিকেশন বিভাগের প্রস্তাবনা গ্রহণ করেছে টেলিকম কমিশন।

এই রুট চালু করতে বাংলাদেশকে ফাইবার অফটিক স্থাপনের কথা বলতে ভারত সরকার আলোচনা শুরু করবে বলেও জানায় সূত্রটি।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।