ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রকাশের আগেই আইপ্যাড ২, মিনি ৩ চুড়ান্ত!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪
প্রকাশের আগেই আইপ্যাড ২, মিনি ৩ চুড়ান্ত!

‘আইপ্যাড অ্যান্ড ম্যাক’ ইভেন্টে অ্যাপল নতুন কিছু নিয়ে আসছে। সম্প্রতি ইভেন্টটি উপলক্ষ্যে অ্যাপলের পাঠানো আমন্ত্রণের ভিত্তিতে এমনটাই প্রত্যাশা করা যায়।

অনকেরই ধারণা ছিল এদিন তারা আইম্যাক, ম্যাকবুক এবং আইপ্যাড সারির আকর্ষনীয় কিছু উপস্থিত করবে আমন্ত্রিতদের সম্মুখে। কিন্তু নির্দিষ্ট দিনটির জন্য প্রতিক্ষীতদের আর অপেক্ষা করতে হয়নি। এরইমধ্যে আইপ্যাড ২ আর আইপ্যাড মিনি ৩ প্রকাশের বিষয়টি ফাঁস হয়েছে অপ্রত্যাশিত একটি মাধ্যমে।

তথ্য সুত্র মতে, আইটিউনস স্টোরের ইউজার গাইড মাধ্যমে পণ্য দুটির কিছু ছবি ও তথ্য প্রকাশ করা হয়েছে। যেখানে দুটি আইপ্যাডের জন্যই টাচ আইডি সেন্সর ফিচারের বিষয়টি চুড়ান্ত করেছে অ্যাপল।

ধারণা করা হচ্ছে, অ্যাপলের কন্টেন্ট টিম কিছুটা বেশি উদ্যমী হয়ে পেজটি স্থাপন করেছে। প্রদর্শিত পেজটি সুস্পষ্ট করছে নতুন এই আইপ্যাড এয়ার ২ অনেকটা আগের আইপ্যাড এয়ারের মতো। এছাড়া আইপ্যাড মিনি থ্রি’র ক্ষেত্রেও একই ধারণা করা হচ্ছে। উপস্থিতি নতুন বৈশিষ্ট্যের মধ্যে আছে টাচ আইডি সেন্সর। এই বৈশিষ্ট্যটি অ্যাপলের ম্যাক ওএস নির্ভর ডেস্কটপ এবং ল্যাপটপেও থাকতে পারে। ফিচারটি মূলত পণ্যের অভ্যন্তরীন বিষয়বস্তু সুরক্ষিত এবং ব্যবহারে সহজতার জন্য। অন্যান্য বিষয়ের মধ্যে আছে আইপ্যাডের আইসাইট ক্যামেরার ব্ল‍াস্ট মোড। যা পণ্যের হালনাগাদ ক্যামেরা লাভের বিষয়টি ইঙ্গিত করে।

পাশাপাশি এর নতুন এ৮ চিপ যেটা ব্যবহারকারীদের কাজের ক্ষমতা বৃদ্ধিতে যথাযোগ্য। এমনকি এর বহিরাংশে কিছুটা সুদৃশ্য পরবির্তন আসতে পারে বলেও আশা করা হচ্ছে।

তবে অ্যাপলের নতুন এ দুটি পণ্যের এসব তথ্যের সত্যতা জানতে আগ্রহীদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।