ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যান্ড্রয়েডে বাংলানিউজ আরও সহজ-সাবলীল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪
অ্যান্ড্রয়েডে বাংলানিউজ আরও সহজ-সাবলীল

ঢাকা: প্রতিমূহুর্তেই এগিয়ে যাচ্ছে প্রযুক্তি, আর এরই সাথে খাপ খাইয়ে এগিয়ে চলছে টেকপ্রিয় মানুষেরা। সবার হাতে হাতে এখন বিভিন্ন ব্র্যান্ড আর অপারেটিং সিস্টেমের স্মার্টফোন।



বিদ্যমান মোবাইল অপারেটিং সিস্টেম সমূহের মধ্যে আধিপত্য এখন অ্যান্ড্রয়েডের। আর তাই দেশের শীর্ষ অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজটোয়েন্টিফোর.কম পাঠকদের জন্য বাংলানিউজের অ্যান্ড্রয়েড অ্যাপটি আরও আধুনিক করেছে।

প্রচলিত অন্যান্য অ্যান্ড্রয়েড অ্যাপগুলোর চেয়ে ভিন্ন বৈশিষ্টের এই নেটিভ অ্যাপ আপনার লার্জ ট্যাব (৭ ইঞ্চি), এক্স-লার্জ ট্যাব (১০ ইঞ্চি) এবং স্মার্টফোনে ইন্সটল করতে পারবেন আর সংবাদ পড়তে পারবেন ল্যান্ডস্কেপ এবং পোট্রেইট মোডে, যা আপনাকে দেবে সংবাদ পড়ার ভিন্ন এক ধারার আনন্দ। একই অ্যাপে তিন ধরনের ডিভাইস, ছয়টি ভিউ কেবল বাংলানিউজ অ্যান্ড্রয়েড ভার্সনে।

কেউ খবরটি পরে পড়তে চান। স্রেফ বুকমার্ক করে ‍রাখুন।

ইন্টারনেট খরচ বাঁচিয়ে অফলাইনে থেকেই পড়তে পারবেন আগে ব্রাউজ করা খবরগুলো।

এই অ্যাপ দিচ্ছে আপনার ভালো লাগা খবরটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার সুযোগ।

শিগগিরই নেভিগেশন প্যানেলে যোগ হচ্ছে আবহাওয়ার সবশেষ খবর। যেখানেই থাকুন জানতে পারবেন আবহাওয়ার নিয়মিত আপডেট।

অনিক হাসান এবং তার এক্সপার্ট টিম পিক্সেলিজার্ড এই অ্যাপটি তৈরি করেছেন।

অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন<<

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।