ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সফল প্রোগ্রামারের জীবন নিয়ে জিরো টু ইনফিনিটি টকস

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪
সফল প্রোগ্রামারের জীবন নিয়ে জিরো টু ইনফিনিটি টকস

ছোট্ট একটা কম্পিউটার স্ক্রিনে সারাদিন বসে লাইনের পর লাইন কোড লিখে যাওয়া নাকি এটা ছাড়াও প্রোগ্রামারদের আছে একটা সুন্দর, গোছানো সামাজিক জীবন।  

প্রোগ্রামারদের দৈনন্দিন জীবন কেমন হয়, ধীরে ধীরে কেমনভাবে তারা সফল প্রোগ্রামার হয়ে উঠেন সে বিষয় নিয়ে এবারের আয়োজন মাসিক বিজ্ঞান সাময়িকী জিরো টু ইনফিনিটি‘র  টকস।



আগামী ২৩ অক্টোবর  বিকেল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান মিলনায়তনে একজন সফল প্রোগ্রামিং উদ্যোক্তার জীবন থেকে নেয়া এমনই কিছু গল্প নিয়ে জিরো টু ইনফিনিটি টকসে  কথা বলবেন মুক্ত সফটওয়্যারের প্রতিষ্ঠাতা এবং  বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর তামীম শাহরিয়ার সুবিন। প্রোগ্রামিং এ যারা নতুন তাদের কাছে তামীম শাহরিয়ার সুবিনের বড় পরিচয় লেখক হিসেবে। কেননা অনেকেরই প্রোগ্রামিং’এ  হাতেখড়ি সুবিনের "কম্পিউটার প্রোগ্রামিং - ১ম খন্ড" বইটি দিয়ে।

উল্লেখ্য, চলমান সমাজ, বিজ্ঞান, সংস্কৃতি ও সভ্যতার চমৎকার সব বিষয় তরুণ প্রজন্মের মাঝে তুলে ধরতে ‘জিরো টু ইনফিনিটি’ ‘জিরো টু ইনফিনিটি টকস’ নামে আয়োজন করে থাকে।

উন্মুক্ত এ টকসের সকল ভিডিও জিরো টু ইনফিনিটি টকসের অফিশিয়াল ওয়েবসাইটে (http://talk.zero2inf.com) পাওয়া যাবে।   টকসের পৃষ্ঠপোষকতা করছে ET Tech Limited। সহযোগিতায় বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, ওপেন নলেজ ফাউন্ডেশন এবং Fortune Tech।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।