ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হালকা- চিকন গড়নের আসুসের নতুন নোটবুক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪
হালকা- চিকন গড়নের আসুসের নতুন নোটবুক

বিশ্বখ্যাত আসুস ব্র্যান্ডের নতুন নোটবুক দেশের বাজারে আনল গ্লোবাল ব্র্যান্ড লিমিটেড। হালকা ও চিকন গড়নের কে৫৫১এলএন মডেলের এই নোটবুকটি ২.০ গিগাহার্জ গতির চতুর্থ প্রজন্মের ইন্টেল কোর আই-৭ প্রসেসরে চালিত।



১৫.৬-ইঞ্চি প্রশস্ত পর্দার এই নোটবুকটিতে থাকা বিভিন্ন সুবিধার মধ্যে রেয়েছে সনিক মাস্টার অডিও ফিচার, এসপ্লেন্ডিড প্রযুক্তির ডিসপ্লে এবং স্লিম ডিভিডি রাইটার। এছাড়া অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আছে ৮ জিবি ৠাম, ১ টেরা বাইট হার্ড ডিস্ক, ২ জিবি ভিডিও মেমোরির এনভিডিয়া চিপসেটের বিল্ট-ইন গ্রাফিক্স, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ ৪.০, ওয়েবক্যাম, গিগাবিট ল্যান, এইচডিএমআই পোর্ট, ইউএসবি ৩.০ পোর্ট, মেমোরি কার্ড রিডার সহ প্রয়োজনীয় সবকিছু।

২ বছরের আর্ন্তজাতিক বিক্রয়োত্তর সেবাসহ নোটবুকটি ৬৮ হাজার ৫‘শ টাকায় পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।