ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এমসিসিআই অ্যাওয়ার্ড পেলো বেসিস

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪
এমসিসিআই অ্যাওয়ার্ড পেলো বেসিস

সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি নির্ভর সেবার মাধ্যমে দেশের তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখায় এমসিসিআই অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। ব্যবসায়ীদের নিয়ে গঠিত সবচেয়ে পুরাতন সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১১০ বছরপূর্তি উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ এই সংগঠনটিকে সম্মাননা দেওয়া হয়।



অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল টি আহমেদের হাতে পুরস্কার তুলে দেন। এমসিসিআই এর মহাসচিব ফারুখ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

ব্যবসায়ে বিভিন্ন ক্ষেত্রে ‍বিশেষ অবদান রাখায় ট্রান্সকম গ্রুপ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, গ্রামীণ ব্যাংক, এসিআই, বিসিএস সহ ২০ টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‍অ্যাওয়ার্ড প্রদান করে এমসিসিআই।

প্রসঙ্গত, ১৯০৪ সালে প্রতিষ্ঠিত এমসিসিআই দেশের সবচেয়ে পুরনো চেম্বার অব কমার্স। প্রথমদিকে এটি ‘ঢাকা-নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স’ নামে পরিচিত ছিল। সংগঠনটি দেশের শীর্ষস্থানীয় বেসরকারি এবং বহুজাতিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। ব্যবসায়িক বিভিন্ন বিরোধপূর্ণ ও বিতর্কিত ইস্যুতে এমসিসিআই এর ভূমিকা জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশংসিত।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।