ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইএসও সনদ পেল রবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪
আইএসও সনদ পেল রবি

ঢাকা: গ্রাহকদের তথ্য নিরাপত্তা নিশ্চিত করে দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর হিসেবে স্বীকৃতি পেয়েছে দ্রুত বর্ধনশীল মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

সম্প্রতি অপারেটরটিকে আইএসও (আইএসও ২৭০০১:২০১৩) সনদ প্রদান করে ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইন্সটিটিউট (বিএসআই)।



রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি জানায়, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যার্ন্ডাডাইজেশান (আইএসও) এবং দ্য ইন্টারন্যাশনাল ইলেক্ট্রো টেকনিক্যাল কমিশনের (আইইসি) একটি যৌথ উপকমিটি তথ্য নিরাপত্তা মানের স্বীকৃতি হিসাবে আইএসও ২৭০০১:২০১৩ প্রদান করে।

রবি’র মত গ্রাহককেন্দ্রিক কোম্পানির জন্য আইএসও সনদ কি গুরুত্ব বহন করে সে বিষয়ে রবি আজিয়াটা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “রবি তার গ্রাহকের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সঠিক নীতি অনুসরণ, সচেতনতা বৃদ্ধি, নীতির বাস্তবায়ন ও সম্পদের সঠিক ব্যবহার করছে- এ স্বীকৃতি তারই প্রমাণ। ”

আইএসও প্রবর্তিত তথ্য নিরাপত্তা মান অনুসরণ করে রবি তথ্য নিরাপত্তা প্রক্রিয়ার উন্নয়ন, বাস্তবায়ন, পরিচালনা ও ব্যবস্থাপনা নিশ্চিত এবং কোম্পানির মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।