ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিশ্বব্যাপী আইএসটিকিউবি সাইর্টফাইড টেস্ট ইঞ্জিনিয়ারদের ব্যাপক চাহিদা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪
বিশ্বব্যাপী আইএসটিকিউবি সাইর্টফাইড  টেস্ট ইঞ্জিনিয়ারদের ব্যাপক চাহিদা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিশ্বে এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেস্টিং কোয়ালিটি বোর্ড (আইএসটিকিউবি) সাইর্টফাইড টেষ্ট ইঞ্জিনিয়ারের সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার। বাংলাদেশে রয়েছে মাত্র ২৩ জন।

বিশ্বের শতাধিক দেশে এর কার্যক্রম পরিচালিত হয়। প্রতিজন সার্টিফাইড সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বার্ষিক বেতন গড়ে ৪৫,০০০ ইউএস ডলার। বর্তমানে দেশে বিদেশে এ পেশার চাহিদা ব্যাপক।

বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড (বিএসটিবি) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত ‘জাতীয় ও আন্তর্জাতিক বাজারে সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ারদের চাহিদা”বিষয়ক সেমিনারে বক্তারা এসব বলেন।

ডিআইইউ’র সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. তৌহিদ ভূইয়াঁর সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন আইএসটিকিউবি এর সার্টিফাইড টেস্ট ইঞ্জিনিয়ার মোঃ আখতার উল আলম শুভ্র। বিশেষ আতিথি ছিলেন বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড এর মহাসচিব মোহাম্মদ নূরুজ্জামান।

সেমিনারে দেশে বিদেশে চাকরি বাজারে এবং আউটসোর্সিং ক্ষেত্রে সফটওয়্যার টেষ্টিং সেক্টরের বিভিন্ন দিক সহ খাতটির সাথে যুক্তদের উদ্দেশ্যে ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেষ্টিং বোর্ড ও ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেষ্ট ইঞ্জিনিয়ারের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইএসটিকিউবি এর সার্টিফাইড টেস্ট ইঞ্জিনিয়ার সিয়ামূল সিয়াম।

বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।