ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আসছে মাইক্রোসফটের স্মার্টওয়াচ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪
আসছে মাইক্রোসফটের স্মার্টওয়াচ ছবি: সংগৃহীত

ঢাকা: অ্যাপল, স্যামসাং, মটোরোলার পর এবার স্মার্টওয়াচ আনছে যুক্তরাষ্ট্র ভিত্তিক কম্পিউটার প্রযুক্তি ও সেবা প্রতিষ্ঠান মাইক্রোসফট। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে ফোর্বস ম্যাগাজিন।



আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি বাজারে ছাড়া হবে। হার্ট রেট সেন্সর সম্বলিত এ স্মার্টওয়াচটি বিভিন্ন মোবাইল প্লাটফর্মে কাজ করবে বলে জানিয়েছে ম্যাগাজিনটি।

পরিধেয় এ স্মার্টওয়াচটি একবার চার্জে দু’দিন ব্যবহার করা যাবে। তবে এ বিষয়ে মাইক্রোফটের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গত ৯ সেপ্টেম্বর আইওয়াচ নামে একটি স্মার্টওয়াচ ছাড়ে অ্যাপল। এর আগে ২০১৩ সালের সেপ্টেম্বরে স্মার্টওয়াচ গ্যালাক্সি গিয়ার ছাড়ে স্যামসাং। আর শিগগিরই মটো ৩৬০ নামে একটি স্মার্টওয়াচ ছাড়ছে মটোরোলা।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।