ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্লু-টুথ অ্যাডাপ্টর দেশে

‌আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪
ব্লু-টুথ অ্যাডাপ্টর দেশে

বিশ্ব নন্দিত লজিটেক ব্র্যান্ড উদ্ভাবিত  ব্লু-টুথ অ্যাডাপ্টর এখন দেশের বাজারে। কম্পিউটার সোর্সের আনা এই ডিভাইসটি যে কোনো আরসিএ প্লাগ নির্ভর স্পিকার ও হোম থিয়েটারকে ব্লুটুথ স্পিকারে রুপান্তর করতে সক্ষম।

ফলে ব্যবহারকারীরা তাদের স্মার্টফোন বা ট্যাবলেট পিসি নতুন এই ডিভাইসের মাধ্যমে সহজেই প্লাগ নির্ভর যে কোনো স্পিকার বা হোম থিয়েটারে সংযোগ স্থাপন করতে পারবে। একইসাথে উদ্ভাবনটির কল্যাণে এসব পণ্যের তার টেনে জঞ্জাল পাকিয়ে যাওয়ার ঝামেলা থাকছেনা।

লজিটেক ব্লু-টুথ অ্যাডাপ্টারটি ৫০ ফুট দূরত্বের মধ্যে তারের সংযুক্তি ছাড়াই ব্লু-টুথ বা ওয়াইফাই  নেই এমন স্পিকার বা হোম থিয়েটারে স্মার্টফোন বা ট্যাবলেট পিসি থেকে বিনোদনের সুবিধা দেয়।

উল্লেখ্য, ডিভাইসটির ব্লু-টুথ চিহ্নযুক্ত বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে এটি আপনা আপনি সংযুক্ত হয়ে যায়।

১২ মাসের রিপ্লেসমেন্ট সুবিধা সহ লজিটেক ব্লু-টুথ ডিভাইসটির দাম ৩ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।