ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সর্বোচ্চ রেজ্যুলেশনে ‘আইম্যাক’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪
সর্বোচ্চ রেজ্যুলেশনে ‘আইম্যাক’

রেটিনা ৫কে ডিসপ্লেযুক্ত ২৭ ইঞ্চি মাপের আইম্যাক উন্মোচন করেছে অ্যাপল। কোপার্টিনো ভিত্তিক প্রযুক্তি জায়ান্টের দাবি আইম্যাকটিতে দেয়া ৫১২০ বাই ২৮৮০ পিক্সেল রেজ্যুলেশন এ যাবত কালের সর্বোচ্চ রেজ্যুলেশন।



গত সপ্তাহে অ্যাপল নতুন দুটি আইপ্যাড উন্মোচনের পাশাপাশি বহু দিনের গুজব হওয়া ২৭ ইঞ্চির এই আইম্যাক’ও প্রদর্শন করে। তথ্য মতে, নতুন আইম্যাকটির খুচরা বিক্রি মূল্য ২৪৯৯ ডলার।

বলা হচ্ছে, সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়কৃত একের ভেতর সব সুবিধার এ পণ্যটির সবচেয়ে আকর্ষনীয় এবং নতুন বৈশিষ্ট্য নি:সন্দেহে ডিসপ্লে।
এছাড়া নতুন আইম্যাক ব্যবহারকারীরা বাজারে থাকা ৪কে প্রযুক্তির তুলনায় ৬৭ শতাংশ বেশি পিক্সেলের আউটপুট পাবে।

অ্যাপলের আরো দাবি এটি আগের প্রজন্মের আইম্যাকগুলোর তুলনায় ৩০ ভাগ পর্যন্ত এনার্জি ইফেসিয়েন্সি এবং গঠন অবয়বে মাত্র ৫ মিমি. পুরুত্ব নির্ধারিত।

অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আছে ৠাম ৮ জিবি, ১ টিবি ফিউশন ড্রাইভ আর ৩.৫ গিগাহার্জ ইন্টেল কোর আই৫ প্রসেসর যেটি ৪ গিগাহার্জ কোর আই৭ পর্যন্ত বর্ধিত করা যাবে।

আর যারা এর থেকে পণ্যকে আরো কিছুটা শক্তিক্ষম করতে চাই তারা ৩২ জিবি পর্যন্ত ৠাম, এএমডি’র রেডিওন আর৯ এম২৯৫এক্স গ্রাফিক্স কার্ড, থ্রি টিবি ফিউশন ড্রাইভ যুক্ত করতে পারবে। নতুন আইম্যাকে সফটওয়্যার হিসেবে আছে অ্যাপলের সদ্য প্রকাশিত সেরা ওএস ‘এক্স ইয়োসেমাইট’।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।