ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগলের নতুন সেবা ‘ইনবক্স’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪
গুগলের নতুন সেবা ‘ইনবক্স’

ঢাকা: ব্যবহারকারীদের প্রতিনিয়ত নতুন নতুন সেবা দিচ্ছে গুগল। এরই অংশ হিসেবে এবার ‘ইনবক্স’ নামে একটি ইমেইল সেবা চালু করলো প্রতিষ্ঠানটি।



ইনবক্স৥গুগল.কম নামে এ ইমেইল সার্ভিসের মাধ্যমে ব্যবহারকারীরা আরো সহজে মেইলসহ গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করতে পারবেন।

প্রাথমিকভাবে নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারী এ সুবিধা পাবেন বলে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে উল্লেখিত ইমেইলের মাধ্যমে ব্যবহারকারীরা ইনভাইটেশন পাঠাতে পারবেন।

নতুন এ সেবার পাশাপাশি জিমেইল সেবাও চালু থাকবে। আইফোন ও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা প্রাথমিকভাবে এ সুবিধা নিতে পারবেন।

এ বিষয়ে এক ব্লগ পোস্টে গুগল জানায়, জিমেইল প্রস্তুতকারীরাই ইনবক্স তৈরি করেছেন। তবে এটি জিমেইল নয়। সম্পূর্ণ ভিন্ন একটি সেবা। এর মাধ্যমে ব্যবহারকারী সঠিক সময়ে সঠিক বিষয়টি জানতে পারবেন।

বুধবার (২২ অক্টোবর) নতুন এ সেবা চালু করে গুগল।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।