ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যাপল-১ কম্পিউটারের দাম নয় লাখ ডলার!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪
অ্যাপল-১ কম্পিউটারের দাম নয় লাখ ডলার!

ঢাকা: নয় লাখ পাঁচ হাজার ডল‍ারে (১ ডলার ৭৮ টাকা) বিক্রি হলো অ্যাপল-১ নামে অ্যাপলের শুরুর দিকের একটি কম্পিউটার।

সম্প্রতি নিউইর্য়কে নিলামে এ রেকর্ডমূল্যে কম্পিউটারটি বিক্রি হয়।



১৯৭৬ সালে লস অল্টোসের একটি পুরনো গ্যারেজে স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক অ্যাপল প্রতিষ্ঠা করেন। ওই বছরই অ্যাপল-১ মডেলের ৫০টি কম্পিউটার বাজারে ছাড়া হয়।

নিলাম আয়োজক প্রতিষ্ঠান বনহামস জানায়, তিন থেকে পাঁচ লাখ ডলারের মধ্যে কম্পিউটারটি বিক্রির প্রত্যাশা ছিল। কিন্তু যে মূল্যে এটি বিক্রি হয়েছে সেটা প্রত্যাশার চেয়েও বেশি।

ক্রেতা প্রতিষ্ঠান দ্য হেনরি ফোর্ড অর্গানাইজেশন জানায়, মিশিগানে ডেয়ারবন জাদুঘরে দশনার্থীদের প্রদশর্নীর জন্য কম্পিউটারটি রাখা হবে।

হেনরি ফোর্ড প্রেসিডেন্ট প্যাট্রাসিয়া মোরাদিয়ান বলেন, অ্যাপল-১ কম্পিউটার শুধ‍ু একটি উদ্ভাবনই ছিল না, ডিজিটাল বিপ্লবে এটি গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে।

সে সময় ছয়শ’ ৬৬ ডলার ৬৬ সেন্টসে বিক্রি হয়েছিল অ্যাপল-১’র প্রতিটি কম্পিউটার।

সফল হওয়ায় স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক পরবর্তীতে আরও ১৫০টি কম্পিউটার তৈরি করেন।

এর আগে ২০১৩ সালের মে মাসে জার্মানির কোলন শহরে আয়োজিত এক নিলামে সাড়ে ছয় লাখ ডলারে একটি অ্যাপল-১ কম্পিউটার বিক্রি হয়।

এ মডেলের ৫০টি কম্পিউটারের মধ্যে ‍এখনও কয়েকটি সচল রয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।