ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কম্পিউটার সোর্সে ‘আইফোন’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪
কম্পিউটার সোর্সে ‘আইফোন’

বাংলাদেশে অ্যাপল আইফোন বাজারজাত শুরু করেছে কম্পিউটার সোর্স লিমিটেড। চলতি সপ্তাহ থেকে আইফোন ৫এস বিক্রির পাশাপাশি আইফোন সেবাও দিতে শুরু করেছে দেশের শীর্ষ এই আইটি প্রতিষ্ঠান।

ধানমন্ডির কম্পিউটার সোর্সের ’অ্যাপল শপ’ থেকে হালনাগাদ প্রযুক্তির এ পণ্যের ‘টাচ অ্যান্ড ফিল’ সম্পর্কে অভিজ্ঞতাও নিতে পারবে আগ্রহীরা।

এ বিষয়ে কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ জানান, আইফোন বিক্রি ছাড়াও বাংলাদেশে অনুমোদিত সকল আইফোনে বিক্রয়োত্তর সেবা প্রদান করা হবে।

অ্যাপল অনুমোদিত প্রতিষ্ঠানের সার্ভিস সেন্টারে অ্যাপল সার্টিফায়েড ইঞ্জিনিয়াররা এ সেবা দেবে। এজন্য ব্যবহারকারীদের বাড়তি খরচ করতে হবেনা।

তিনি আরও জানান, এই সেবা চালুর ফলে অ্যাপল অনুমোদিত সেলস সেন্টার থেকে আইফোন কিনে বিক্রয়োত্তর সেবা নিতে পারবেন দেশের ব্যববহারকারীরা।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।