ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যাপস প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় বাড়ল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪
অ্যাপস প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় বাড়ল ছবি: সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মিলনায়তনে মঙ্গলবার ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা-২০১৫ উপলক্ষে সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শ্যামসুন্দর সিকদার।

দেড় ঘণ্টার এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে বিশেষজ্ঞদের কণ্ঠে শুনেছেন অ্যাপস বিষয়ক নানা খুঁটিনাটি তথ্য। প্রাণবন্ত আলোচনার মাধ্যমে অ্যাপস কিভাবে দেশ ও জাতিকে বদলে দিতে পারে সে বিষয়েও ধারণা পায় শিক্ষার্থীরা।

প্রধান অতিথি  বলেন, বাংলাদেশে তথ্যপ্রযুক্তিতে দক্ষ লোকের অভাব রয়েছে। সে জায়গাগুলো তরুণ প্রজন্মকে পূরণ করতে হবে এবং নিজেকে দেশগড়ার কাজে নিয়োজিত করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আমিনুল হক ভূইয়া সভাপতির বক্তব্যে বলেন, বাংলাদেশ নতুন যুগের দিকে অগ্রসর হচ্ছে।   এই অ্যাপস প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সুন্দর ও ভালো অ্যাপস তৈরির চিন্তা বাস্তবায়নে দেশ তথ্যপ্রযুক্তিতে সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন,  বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রধান অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান অধ্যাপক শহীদুর রহমান, প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান, ইএটিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ ও মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের করপোরেট হেড মাহমুদ হাসান।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ধারণাপত্র জমা দেওয়ার সময় আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বর্ধিত করার বিষয়টি জানানো হয় অনুষ্ঠানে।

বিস্তারিত জানতে: www.eatlapps.com

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।