ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টপ অন টপ :.

প্রতিদিন ১৪ কোটি টুইট বার্তা বিনিময়!

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, মার্চ ২২, ২০১১
প্রতিদিন ১৪ কোটি টুইট বার্তা বিনিময়!

অনলাইনভিত্তিক সামাজিক বার্তা বিনিময়ের শীর্ষে আছে টুইটার। এ সাইটের আনুষ্ঠানিক যাত্রা ২০০৬ সালে।

এ মাসেই টুইটার ৫ বছরে সফল পর্দাপন করেছে। এ নিয়ে ভক্তদের উন্মাদনার কমতি নেই। ভক্তরা এ আয়োজনে শুভেচ্ছা বার্তা বিনিময় অব্যাহত রেখেছে।

টুইটারের পঞ্চম বর্ষপূর্তিতে সর্বপ্রথম টুইট করেছেন টুইটারের সহপ্রতিষ্টাতা জ্যাক ডরোসি। তিনি তার সহকর্মীদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

টুইটার ব্যবহারকারীরা শুভেচ্ছা জানাতে স্পেশাল হ্যাশ ট্যাগযুক্ত #happybirthdaytwitter  এ ওয়ার্ডটি ব্যবহার করেছেন। একজন ব্যবহারকারী শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, বার্তা বিনিময়ের খুব প্রয়োজনের সময়েই টুইটার আবির্ভাব সবাইকে মুগ্ধ করে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি তাদের পঞ্চম বর্ষপূর্তিতে টুইটার সাইটে গত বছরগুলোর পরিসংখ্যানসহ সফলতার দিক উপস্থাপন করেন। এ হিসাব তাদের বিশ্বব্যাপী জনপ্রিয়তার কথাই ইঙ্গিত করে।

এ মুহূর্তে টুইটার সাইটে টুইটের সংখ্যা গড়ে প্রতিদিন ১৪ কোটি ছাড়িয়ে যাচ্ছে। এ সংখ্যা গত বছরও ছিল ১০ কোটিতে।

সূত্র মতে, শুধু ফেব্রুয়ারি মাসেই ৪৬ লাখেরও বেশি নতুন টুইটার অ্যাকাউন্ট খোলা হয়েছে। আর গত বছরের তুলনায় মোবাইল ফোনে টুইটার ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে শতকরা ১৮২ ভাগ। তাই হাজারো ভক্তের সঙ্গে বাংলানিউজও বলছে, ‘শুভ জন্মদিন টুইটার’।

বাংলাদেশ সময় ২১৪২ ঘণ্টা, ২২ মার্চ, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।