ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘আমরা কোম্পানিস’র ওপেন হাউস

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৪
‘আমরা কোম্পানিস’র ওপেন হাউস ছবি: সংগৃহীত

আমরা কোম্পানিস’র ওপেন হাউজ ২০১৪ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার লেকশোর হোটেলে চতুর্থবারের মতো আয়োজিত এই ওপেন হাউসে প্রতিষ্ঠানটির গ্রাহক, ব্যবসায়িক সহযোগী, অংশীদার সহ প্রায় ২ হাজার জন অংশগ্রহণ করেন।

দিনব্যাপী অনুষ্ঠিত নানা আয়োজনের মধ্যে ‘স্মার্ট সেশনেএ অংশ নেন প্রায় ৬৭০ জন।

এই অনুষ্ঠানের অন্যতম সহযোগী পলিকম, টেলিকম মালয়েশিয়া বেরহাড, আর্কসার্ভ, টিপিএস, ম্যাট্রিক্স টেলিকমিউনিকেশনস এবং রোজেনবারজার বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে ‘স্মার্ট সেশন’ পরিচালনা করে।

আমরা কোম্পানিস’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফারহাদ আহমেদ বলেন, আমাদের সবসময় লক্ষ্য থাকে এমন কিছু করা যেখানে আমাদের অংশীদাররা তাদের ভূমিকা রাখার সুযোগ পান। যা বাণিজ্যিক উৎকর্ষতা অর্জনে সহায়ক। ওপেন হাউস ২০১৪ সফল হওয়ায় তিনি প্রতিষ্ঠানের সকল গ্রাহক, অংশীদার, সহযোগী ও অতিথিদের ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।