ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশিয় আইটি কোম্পানির মধ্যে ফেসবুকে শীর্ষে ‘সিএসএল’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৪
দেশিয় আইটি কোম্পানির মধ্যে ফেসবুকে শীর্ষে ‘সিএসএল’

অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চার লাখ বন্ধুর মাইলফলক অর্জন করেছে কম্পিউটার সোর্স। এর ফলে সোস্যাল ব্রেকারে দ্রুততার সঙ্গে দেশের প্রথম আইটি প্রতিষ্ঠান হিসেবে কম্পিউটার সোর্স অনলাইনে জনপ্রিয়তার এই রেকর্ড স্পর্শ করে।



তথ্য মতে, বাংলাদেশ অঞ্চল থেকে পরিচালিত সকল ফেসবুক পেজের মধ্যে ‘সিএসএল’র ফ্যানপেজটি ২৭তম অবস্থানে রয়েছে। সোস্যাল ব্রেকার পয়েন্টিং সিস্টেমে সর্বমোট ১০ পয়েন্টের সিএসএল ফ্যানক্লাব পেয়েছে ৭ পয়েন্ট।  

এর আগে প্রতিষ্ঠানটি প্রযুক্তি বিষয়ে তথ্য-উপাত্ত, কুইজ এবং পরামর্শ দিয়ে ৪ আগস্ট সাড়ে তিন লাখ বন্ধুর মাইলফলক অর্জন করে।
সম্প্রতি ‘অ্যাডভাইস ক্র্যাঞ্চ’ যুক্তের পর তিন মাসে আরও ৫০ হাজার বন্ধু যুক্ত হয়।

২০১১ সালের ২৬ এপ্রিল ফেসবুকে ফ্যানপেজ খুলে অনলাইন তথ্য-সেবা চালু করে প্রতিষ্ঠানটি। এরপর থেকে হালনাগাদ প্রযুক্তিপণ্যের খোঁজ-খবর ছাড়াও, ব্যবহারকারীরা প্রতিমুহূর্তে প্রতিষ্ঠানটির ফেসবুক ফ্যানপেজ (www.facebook.com/CSLFanclub) থেকে প্রশ্নোত্তর পেতে শুরু করেন।  
ফেসবুক বন্ধুদের উজ্জীবিত রাখতে নিয়মিত বিরতিতে ফেসবুক-ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে সিএসএল।


বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।