ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইফোন-৬ সদৃশ হ্যান্ডসেট আনলো লেনোভো

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৪
আইফোন-৬ সদৃশ হ্যান্ডসেট আনলো লেনোভো

ঢাকা: সিসলে এস৯০ নামে আইফোন-৬ সদৃশ একটি হ্যান্ডসেট আনলো চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো। কোনোরকম প্রচারণা ছাড়াই হ্যান্ডসেটি বাজারে ছাড়লো প্রতিষ্ঠানটি।

হ্যান্ডসেটটির পুরুত্ব আইফোন-৬ এর (৬.৯ মিলিমিটার) সমান বলে জানিয়েছে গিজমোবিক।

৫ ইঞ্চি পর্দার দুই সিমের হ্যান্ডসেটটির অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে কিটক্যাট ৪.৪.৪ ভার্সন। ১.২ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসরের হ্যান্ডসেটটির ৠাম ১ জিবি।

সিসলে এস৯০’র মূল ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। রয়েছে এলইডি ফ্ল্যাশ। হ্যান্ডসেটটির ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল।

১৬ জিবি অভ্যন্তরীণ ধারণক্ষমতার হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে এনএফসি কানেটিভিটি। এর ব্যাটারির ধারণক্ষমতা দুই হাজার তিনশ এমএএইচ।

গোল্ড, গ্রে, পিঙ্ক ও সিলভার রঙে পাওয়া যাবে লেনোভো সিসলে এস৯০।

এর আগে চলতি বছরের শুরুতে ভাইভ ভি২ নামে একটি হ্যান্ডসেট ছাড়ে লেনোভো। হ্যান্ডসেটটি বাজারে ব্যাপক সাড়া ফেলে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।