ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্পারসো ও অ্যাপস্কো’র সিম্পোজিয়াম শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪
স্পারসো ও অ্যাপস্কো’র সিম্পোজিয়াম শুরু ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) ও এশিয়া-প্যাসিফিক স্পেস কো-অপারেশন অরগানাইজেশনের (অ্যাপস্কো) যৌথ উদ্যোগে ৬ষ্ঠ ইন্টারন্যাশনাল ‘সিম্পোজিয়াম অন গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (জিএনএসএস)’ শীর্ষক একটি আন্তর্জাতিক সিম্পোজিয়াম শুরু হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে নগরীর আগারগাঁও স্পারসো মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান তিন দিনব্যাপী সিম্পোজিয়ামের উদ্বোধন করেন।



এতে বাংলাদেশ, চায়না, ইরান, মঙ্গোলিয়া, পেরু, পাকিস্তান ও তুরস্কের ৫০ জন মহাকাশ বিজ্ঞানী ও প্রকৌশলী অংশগ্রহণ করছেন।

এছাড়া ৭টি দেশের ২৩ জন বিশেষজ্ঞ অংশগ্রহণ করছেন। তিন দিনব্যাপী এ সিম্পোজিয়ামে জিএনএসএস প্রযুক্তি ও এর বহুমাত্রিক ব্যবহারের প্রায়োগিক দিক সম্পর্কে দেশি-বিদেশি বিশেষজ্ঞ তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন।

এ সিম্পোজিয়ামের মাধ্যমে জ্ঞান অন্বেষণ, তত্ত্ব-উপাত্তের ভিত্তিতে গঠনমূলক উন্মুক্ত আলোচনা ও মত বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিরক্ষা সচিব কাজী হাবিবুল আউয়াল, স্পারসোর চেয়ারম্যান শাহীন খান।

এছাড়া অ্যাপস্কোর মহাসচিব সেলাল আনভির ও মহাপরিচালক টিসুদোল নাইয়ামকুহুও উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে ইয়াফেস ওসমান বলেন, সভায় অর্জিত জ্ঞান অ্যাপস্কোভূক্ত দেশসমূহের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশ সরকার স্পারসো প্রতিষ্ঠা করেছে নানা  লক্ষ্যকে সামনে রেখে।

যাতে করে এর সম্ভাবনাময় জ্ঞান ও প্রযুক্তি জাতির কল্যাণ বয়ে আনে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।