ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শেফদের জন্য ‘বাংলা শেফ টক’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪
শেফদের জন্য ‘বাংলা শেফ টক’

ঢাকা: বাংলাদেশের শেফদের জন্য ‘বাংলা শেফ টক’ নামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে একত্রিত করে বাংলাদেশে এই ইন্ডাস্ট্রির উন্নয়নই ওয়েবসাইটটির লক্ষ্য।



এছাড়া হসপিটালিটি সেক্টরে কাজে আগ্রহী এমন ব্যক্তিদের দক্ষ করে গড়ে তুলতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে ‘বাংলা শেফ টক’র। সিভি তৈরি, ইন্টারভিউ কাউন্সিলিং সহ বিভিন্ন বিষয়ের ওপরও প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে।   

কোনো নিয়োগ সংস্থা না হলেও চাকরিপ্রার্থীদের চাকরি খুঁজতে সহায়তা করে ‘বাংলা শেফ টক’। এছাড়া ফুড অ্যান্ড বেভারেজ, হোটেল পণ্যসহ বিভিন্ন পণ্যের সাপ্লাইয়ের জন্য আলাদা পেজ রয়েছে তাদের।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।