ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ললিপপ ভার্সনের ট্যাব আনলো নকিয়া

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪
ললিপপ ভার্সনের ট্যাব আনলো নকিয়া

ঢাকা: অ্যান্ড্রয়েডের সর্বশেষ ভার্সন ললিপপ ভার্সন নিয়ে ‘নকিয়া এন১’ নামে একটি ট্যাবলেট উন্মুক্ত করলো নকিয়া। যা নকিয়ার প্রথম ‘অ্যান্ড্রয়েড ট্যাবলেট’।



২০১৫ সালের প্রথম প্রান্তিকে চীনের বাজারে ট্যাবলেটটি ছাড়া হবে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম। এরপর তা বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়া হবে।

অ্যালুমিনিয়াম ডিজাইনের মসৃণাকৃতির ট্যাবলেটটি পাওয়া যাবে লাভা গ্রে ও অ্যালুমিনিয়াম এ দু’রঙে।

৭.৯ ইঞ্চি পর্দার এলইডি ডিসপ্লে নকিয়া এন১ ট্যাবলেটে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ৩। ৬৪ বিট ২.৩ গিগাহার্জ ইন্টেল এটম প্রসেসরের ট্যাবলেটটির ৠাম ২ জিবি।
n1_bg
নকিয়া এন১ ট্যাবলেটের মূল ক্যামেরা ৮ মেগাপ্রিক্সেল। এছাড়‍া রয়েছে ৫ মেগাপিক্সেল ফিক্সড ফোকাস ক্যামেরা। ট্যাবটির অভ্যন্তরীণ ধারণক্ষমতা ৩২ জিবি।

৩১৮ গ্রাম ওজনের নকিয়া এন১ এর ব্যাটারির ধারণক্ষমতা পাঁচ হাজার তিনশ এমএএইচ।

নকিয়া এন১ ট্যাবের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪৯ ডলার (১ ডলার সমান ৭৮ টাকা, ট্যাক্স বাদে)।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।