ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জ্ঞানকোষের ‘অ্যাডভান্স সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন’ বাজারে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪
জ্ঞানকোষের ‘অ্যাডভান্স সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন’ বাজারে

ঢাকা: ফ্রিল্যান্সিং কাজগুলোর মধ্যে অন্যতম এসইও। বিষয়টি মাথায় রেখে বাস্তব জীবনে কাজের উপযোগী করে ‘অ্যাডভান্স সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন’ নামে বই প্রকাশ করেছে জ্ঞানকোষ।



বুকবিডির রচনা ও সম্পাদনায় বইটির মূল কপির সঙ্গে ভিডিওসহ একটি সিডি দেওয়া আছে।

সবচেয়ে বড় সার্চ ইঞ্জিনকে কন্ট্রোল করে বিশ্বে আপনার ওয়েবসাইটকে কীভাবে পরিচিতি করা যায়, বইটি পড়ে সহজেই পাঠক তা বুঝবেন।

গুগলের নতুন এসইও স্ট্রাটেজি, লিংক তৈরি, ডিরেক্টরি সাবমিশন, সোশ্যাল বুকমার্কিং, ফোরাম পোস্টিং, লিঙ্ক হুইল ইত্যাদি প্রজেক্টসহ বিভিন্ন বিষয়ে বইটিতে আলোচনা করা হয়েছে। এছাড়া রয়েছে এসইও’র ওপর একটি প্রফেশনাল প্রেজেন্টেশন।

বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে তিনশ বিশ টাকা।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, নভেম্বরয় ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।