ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে নতুন আসুস ‘এফই৩৭৫সিজি’ ট্যাব

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪
দেশে নতুন আসুস ‘এফই৩৭৫সিজি’ ট্যাব

বাংলাদেশের বাজারে এসেছে আসুস’র নতুন ট্যাবলেট পিসি। আসুস ফোনপ্যাড সিরিজের এফই৩৭৫সিজি মডেলের নতুন এই ট্যাবের পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড।



অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম-নির্ভর ট্যাবটিতে যুক্ত বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ১.৮৩ গিগাহার্জ গতির ইন্টেল কোয়াড কোর প্রসেসর, ১ জিবি ৠাম, ৮ জিবি ডেটা স্টোরেজ, ডুয়াল ওয়েবক্যাম, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ ৪.০, সনিকমাস্টার অডিও ফিচার সহ দরকারি সব সুবিধা।

৭-ইঞ্চির মাল্টি-টাচ্ আইপিএস প্যানেলের এই ট্যাবের অন্যান্য সুবিধায় আছে ডুয়াল সিম, ফোন কলসহ থ্রিজি ডেটা বা ইন্টারনেট ব্যবহার, ১০ ঘন্টাও বেশি ব্যাটারি ব্যাকআপ।

সাদা, কালো আর সোনালী এই তিন রঙ বিদ্যমান থাকায় ক্রেতারা পছন্দনুযায়ী নির্বাচন করতে পারবে। ট্যাবটির দাম পড়বে ১৭ হাজার ৫ শত টাকা।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।