ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অফবিট :.

ইন্টারনেট উদ্ভাবক পল ব্যারেন আর নেই

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১১
ইন্টারনেট উদ্ভাবক পল ব্যারেন আর নেই

ইন্টারনেট মাধ্যম আবিষ্কারের অন্যতম উদ্ভাবক পল ব্যারেন আর নেই। যুক্তরাষ্ট্রের এ বিজ্ঞানী ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

সূত্র এ তথ্য জানিয়েছে।

কমিউনিকেশন ব্যবস্থাপনার উন্নয়নে তিনি ইন্টারনেট সংযোগ তৈরির ব্যাপারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তার কাজের স্বীকৃতি হিসেবে পল ব্যারেন ১৯৯৭ সালে ‘ন্যাশনাল মেডেল অব টেকনোলজি’ পুরষ্কারে ভূষিত হন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ তাকে এ সম্মাননা দেন।

প্রযুক্তিনির্ভর তারের মাধ্যমে ডিজিটাল তথ্য বিনিময়ে তিনি প্রকৌশলী তত্ত্ব আবিষ্কার করেন। তার দেওয়া তত্ত্বের উপর ভিত্তি করেই এ শিল্পটি আজকের দুনিয়ায় তথ্য বিপ্লব ঘটিয়েছে।

উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ার পল অ্যাটলো শহরের নিজ বাসভবনে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন।

বাংলাদেশ সময় ২১২১, মার্চ ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।