ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডেল ইন্সপাইরন ‘৩১৪৮’ আল্ট্রাবুক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৪
ডেল ইন্সপাইরন ‘৩১৪৮’ আল্ট্রাবুক

ডেল ব্র্যান্ডের ইন্সপাইরন ৩১৪৮ মডেলের একের ভেতর ২ ডিভাইসের আল্ট্রাবুক এখন বাংলাদেশে। অধিক সুবিধার ১১.৬ ইঞ্চি মাল্টি-টাচ্ পর্দার এই আল্ট্রাবুকের পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড।



পণ্যটির বিশেষ সুবিধা হলো এর ডিসপ্লেটি ৩৬০-ডিগ্রী পর্যন্ত ঘুরিয়ে ল্যাপটপ, স্ট্যান্ড, টেন্ট বা তাঁবু এবং ট্যাবলেট পিসি মোডে ব্যবহার করা যায়।

আর মাল্টি-টাচ্ প্রযুক্তি থাকায় ট্যাবলেট মোডে এর সবগুলো ফাংশন-ই আঙ্গুলের ছোঁয়ায় পরিচালনা করা যায়।
   
ডেল ইন্সপায়রন ৩১৪৮’এ যুক্ত বিশেষ বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে ১.৭-গিগাহার্জ গতির চতুর্থ প্রজন্মের ইন্টেল কোরআই-৩ প্রসেসর, ৪জিবি ৠাম, ৫০০জিবি হার্ডডিস্ক, এইচডি ওয়েবক্যাম।

ইন্টারনেট বা অন্য ডিভাইসে সংযুক্ত করতে রয়েছে ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ ৪.০, ইউএসবি পোর্ট, এইচডিএমআই পোর্ট।

মাল্টিমিডিয়া উপভোগে আছে বিল্ট-ইন ইন্টেল গ্রাফিক্স, এইচডি অডিও, স্টেরিও স্পিকার, মাইক্রোফোন, মেমোরী কার্ড রিডার।

আধুনিক মানের এই আল্ট্রাবুকটির বাজার মূল্য ৫৫ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।