ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১৯ ডিসেম্বর বিসিএস’র নির্বাচন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৪
১৯ ডিসেম্বর বিসিএস’র নির্বাচন

আগামী ১৯ ডিসেম্বর বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত নীলক্ষেত উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।



বিসিএস সুত্র মতে, নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে তিনটি প্যানেল ঘোষণা করা হয়েছে। এবারের নির্বাচনে হাসান বাবু-তমিজ উদ্দিন পরিষদ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু।

এ প্যানেলের অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি (শিক্ষা) এএসএম খাইরুজ্জামান, সহ-সভাপতি (প্রশাসন) মো. নুরুল ইসলাম মজুমদার, সহ-সভাপতি (অর্থ) প্রকৌশলী এজেএম আবু আফজা, সাধারণ সম্পাদক মো. তমিজ উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক (প্রশাসন) কাজী মোহাম্মদ মাহবুবুল হক, যুগ্ম সম্পাদক (শিক্ষা) অধ্যাপক ড. একেএম ফজলুল হক, যুগ্ম সম্পাদক (অর্থ) মামুনুর রেজা ইবনে আবেদিন এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচন করছেন লফিফা জামাল।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।