ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাজারে ভিভিটেক মাল্টিমিডিয়া ডিজিটাল প্রজেক্টর

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৪
বাজারে ভিভিটেক মাল্টিমিডিয়া ডিজিটাল প্রজেক্টর ছবি: সংগৃহীত

উচ্চ-ব্রাইটনেসের ভিভিটেক ডিজিটাল মাল্টিমিডিয়া প্রজেক্টর দেশের বাজারে আনল গ্লোবাল ব্র্যান্ড। ডব্লিউএক্সজি (১০২৪ বাই ৮০০) রেজ্যুলেশনের ডি৯৬৭ মডেলের এই প্রজেক্টরের ব্রাইটনেস ৫৫০০ এএনএসআই লুমেন্স এবং কন্ট্রাস্ট রেশিও ১০,০০০:১।



প্রজেক্টরটিতে অর্ন্তভূক্ত অন্যান্য বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে- ডিএলপি লিঙ্ক, ব্লু-রে থ্রি-ডি ফাংশন, ক্রেস্টন রুমভিউ সার্টিফাইড, নেটওয়ার্ক রেডী, সর্বোচ্চ ৪,০০০ ঘন্টার ল্যাম্প লাইফ, ৫ ওয়াটের বিল্ট-ইন লাউড স্পিকার।

সংযোগ সুবিধায় আছে এইচডিএমআই, ডিসপ্লে পোর্ট, এস-ভিডিও, কম্পোজিট ভিডিও, ভিজিএ-ইন, ভিজিএ-আউট, ইউএসবি বি-টাইপ পোর্ট, আরজে-৪৫ পোর্ট সহ দরকারি সব সুবিধা।

১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ ভিভিটেক ডি৯৬৭’র বাজার মূল্য ১ লক্ষ ৮ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।