ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাতক্ষীরা প্রেসক্লাবে ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৪
সাতক্ষীরা প্রেসক্লাবে ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরা প্রেসক্লাবে ফ্রি ওয়াইফাই ইন্টারনেট জোন উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রেসক্লাবে ফ্রি ওয়াইফাই ইন্টারনেট জোন উদ্বোধন করেন।



সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাসীন আলী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুল আহসান সাংবাদিকদের প্রতি তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে সাতক্ষীরার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।