ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মেলায় শুধুই ছাড়!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪
মেলায় শুধুই ছাড়! ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

`গ্রামীণফোন স্মার্টফোন অ্যান্ড ট্যাব’ মেলায় অংশগ্রহনকারী প্রতিটি প্রতিষ্ঠানই প্রায় প্রতিটি পণ্যে বিশেষ ছাড়সহ উপহার দিচ্ছে। এবারের মেলায় বেশকিছু প্যাভিলিয়ন, স্টলে  চাইনিজ ব্র্যান্ডের হ্যান্ডসেট এবং ট্যাব প্রদর্শিত হচ্ছে।

যেগুলো মেলা উপলক্ষে বেশ সস্তায় কিনতে পারছে আগতরা। আর প্রতিটি পণ্যেই রয়েছে বিক্রয়োত্তর এক বছরের সেবা।

মাইসেল মোবাইল এনেছে বেশকিছু মাল্টিমিডিয়া হ্যান্ডসেট, যেগুলোর দাম খুবই সুলভ। হাজার টাকা থেকে সর্বোচ্চ ১৫৫০ টাকায় পাওয়া যাচ্ছে এসব হ্যান্ডসেট। তাদের সংগ্রহে থাকা হ্যান্ডসেটগুলোর মধ্যে আছে এমআই৫, এমআই৭, এমআই১১, এমআই১২, এম১০০, এম১০১, এম১০২, এস১, এসথ্রি, বি৬, বি১১। প্রতিটি পণ্যই ডুয়্যাল সিম সমর্থন করে। এছাড়া ক্যামেরা, এফএম রেডিও, ব্লুটুথ, এমপিথ্রি, এমপিফোর সহ দরকারি সুবিধাগুলো উপভোগ করা যাবে সস্তা দামের এসব পণ্যে। এগুলোর ডিসপ্লে ১.৮ ইঞ্চি থেকে ২.৬ ইঞ্চি পর্যন্ত। সবচেয়ে নতুন এসেছে এমআই১৩, এর ডিসপ্লে ২.৪ ইঞ্চি।

প্রতিটি মাল্টিমিডিয়া হ্যান্ডসেটের ক্রেতারা সঙ্গে পাচ্ছেন একটি সুন্দর মগ।

জেডকাইট৯ মেলার ১০ নাম্বার স্টল। এখানে রয়েছে বাচ্চাদের জন্য এমজেকিডো। ১০ হাজার টাকার এ ট্যাবটি এ মুহূর্তে ৭ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। পণ্যটির আকষর্নীয় বৈশিষ্ট্য হলো পেরেন্টাল কন্ট্রোল, প্রটেক্টিভ কেসিং। উন্নতমানের আইপিএস ডিসপ্লের এ পণ্যটি দেখতেও বেশ চমৎকার। বাচ্চারা যাতে খেলার ছলে শিখতে পারে এজন্য দারুণ কিছু বৈশিষ্ট্যের সমন্বয় করে তৈরি হয়েছে এমজেকিডো।

এছাড়া তাদের সংগ্রহে আছে অ্যান্ড্রয়েড ৪.৪ ওএস-চালিত ৭ ইঞ্চির ‘নুমি নোট৭’। ডুয়্যাল সিম সমর্থিত এ পণ্যটি সাড়ে ৩ হাজার টাকা ছাড়ে এখন ১৪ হাজারে কিনতে পারছে ক্রেতারা। আর নুমি টেলস২ এর ছাড়কৃত মূল্য সাড়ে ১৩ হাজার।

ওকাপিয়া এনেছে নতুন ওকাপিয়া ইনোভো। ৮ ইঞ্চি ডিসপ্লের এ পণ্যটি প্রি-অর্ডারে দেয়া হচ্ছে। এ মুহূর্তে ১ হাজার টাকায় অর্ডার দিলে ৭ দিনের মধ্যে পণ্যটি ক্রেতাদের হাতে পৌছে দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছে প্রতিষ্ঠানটি। মেলায় পণ্যটি অর্ডার করলে একটি জ্যাকেট সহ বাড়তি ৬ মাসের ওয়ারেন্টি অর্থাৎ দেড় বছরের ওয়ারেন্টি দিচ্ছে ওকাপিয়া।  

প্রতিষ্ঠানগুলোর দায়িত্বরতরা বলছে, গত দুই দিনে তাদের বিক্রি খুব ভাল হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) শেষ হচ্ছে প্রযুক্তিপণ্যের এই উৎসব।

** মেলায় ‘হাইওয়ে চেইজ’এ আকর্ষন

বাংলাদেশ সময়: ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।