ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভারতের বাজারে মাইক্রোসফটের ৪জি হ্যান্ডসেট

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪
ভারতের বাজারে মাইক্রোসফটের ৪জি হ্যান্ডসেট ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের বাজারে চতুর্থ প্রজন্মের কমদামী হ্যান্ডসেট ছেড়েছে মাইক্রোফট। লুমিয়া ৬৩৮ নামের হ্যান্ডসেটটি উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমে পরিচালিত।



৪.৫ ইঞ্চি পর্দার লুমিয়া ৬৩৮ এ ব্যবহার করা হয়েছে এলসিডি ডিসপ্লে। পলিকার্বোনেট ডিজাইনের হ্যান্ডসেটটির শেল ম্যাট ব্ল্যাক ও সাদা রঙে পরিবর্তনযোগ্য।

১.২ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসরের হ্যান্ডসেটটির ৠাম ২ জিবি। অভ্যন্তরীণ ধারণক্ষমতা ৮ জিবি হলেও তা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এর মূল ক্যামেরা ৫ মেগাপিক্সেল, তবে এতে কোনো ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়নি।

ভারতের বাজারে হ্যান্ডসেটটির মূল্য নির্ধারণ করা হয়েছে আট হাজার দুইশ নিরানব্বই রুপি।

সম্প্রতি রিদমি নোট ৪জি নামে ভারতের বাজারে একটি চতুর্থ প্রজন্মের হ্যান্ডসেট ছাড়ে চীনের প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিওমি। হ্যান্ডসেটির মূল্য দশ হাজার রুপি। এতদিন এটিই ছিল ভারতের বাজারে একমাত্র চতুর্থ প্রজন্মের হ্যান্ডসেট।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।