আসুসের কে-সিরিজ ও এন-সিরিজের নোটবুকের নতুন দুটি মডেল এসেছে দেশে। আধুনিক মানের কে৫৫৫এলএন এবং এন-৫৫১জেকে মডেলের নোটবুকগুলোতে সব ধরনের সুবিধা বিদ্যমান।
কে৫৫৫এলএন মডেলটির পর্দার আকার ১৫.৬-ইঞ্চি। এটি ১.৭ গিগাহার্জ গতির চতুর্থ প্রজন্মের ইন্টেল কোরআই-৫ প্রসেসরে চালিত। হালকা-পাতলা গড়নের এই নোটবুকে যুক্ত ফিচারগুলো-৮ জিবি ৠাম, ১ টেরাবাইট হার্ড ডিস্ক, ২ জিবি ভিডিও মেমোরীর এনভিডিয়া চিপসেটের বিল্ট-ইন গ্রাফিক্স, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ ৪.০, ওয়েবক্যাম, গিগাবিট ল্যান, এইচডিএমআই পোর্ট, ইউএসবি ৩.০ পোর্ট, মেমোরি কার্ড রিডার।
বিনোদনে রয়েছে সনিক মাস্টার অডিও ফিচার, এসপ্লেন্ডিড প্রযুক্তির ডিসপ্লে এবং স্লিম ডিভিডি রাইটার।
আর এন-৫৫১জেকে মডেলটি মাল্টি-টাস্কিং প্রোগ্রাম, হাই-এন্ড গেম এবং মুভি উপভোগে আদর্শ।
১৫.৬-ইঞ্চি পর্দার এই নোটবুকে রয়েছে ২.৮ গিগাহার্জ গতির ইন্টেল কোরআই-৫ প্রসেসর, ৮জিবি ৠাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক, ২জিবি ভিডিও মেমোরির এনভিডিয়া চিপসেটের গ্রাফিক্স, ডিভিডি রাইটার, এইচডি ওয়েবক্যাম। এছাড়া রয়েছে ওয়্যারলেস ল্যান, গিগাবিট ল্যান, ব্লুটুথ ৪.০, ইউএসবি ৩.০ পোর্ট, এইচডিএমআই পোর্ট, মিনি ডিসপ্লে পোর্ট সহ দরকারি সব সুবিধা।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫