ঢাকা: পিএইচপি ডেভেলপারদের পাশাপাশি পিএইচপি ভিত্তিক ফ্রেমওয়ার্ক ও সিএমএস শেখার জন্য অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি অত্যন্ত জরুরি। বিষয়টি মাথায় রেখে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পিএইচপি নামে একটি বই বাজারে এনেছে জ্ঞানকোষ প্রকাশনী।
বুকবিডি সিরিজের সম্পাদনায় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বইটি পড়তে এ সংক্রান্ত আগের কোনো জ্ঞান থাকার প্রয়োজন নেই। বইটিতে পিএইচপিতে অবজেক্ট ওরিয়েন্টেডের প্রয়োগ, মাইএসকিউলভিত্তিক ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে তৈরি করা যায় তা দেখানো হয়েছে।
এছাড়াও বিশদভাবে আলোচনা করা হয়েছে কনস্ট্রাকটর, ইনহেরিট্যান্স, পলিমরফিজম, এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাক এবং ইন্টারফেইস বিষয়গুলো।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫