একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে ‘খেলায় সেরা বিশ্বসেরা’ নামে দেশের প্রথম কিউআর কোড সিঙ্ক বই।
বইটিতে ইংরেজি, ফরাসী, জার্মান ও স্প্যানিশ ভাষা থেকে খেলার দুনিয়ার আলোচিত ৩৫ ক্রীড়াব্যক্তিত্বের সাফল্যের স্বপ্নগাঁথার সাক্ষাৎকার ভাষান্তর করা হয়েছে।
অনলাইন এবং অফলাইন দু মাধ্যমেই পড়া যাবে ‘খেলায় সেরা বিশ্বসেরা’।
বইটিতে সংকলনের কাজ করেছেন অনলাইনের মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অ্যাম্বাসেডর জাহিদ হোসাইন খান।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বুধবার নিজ কার্যালয়ে ডিজিটাল ই- বইটির মোড়ক উন্মোচন করেন।
প্রতিমন্ত্রী বলেন, “অনলাইনের বই পড়ার স্বাদকে নান্দনিক উপায়ে বাস্তব জগতে আনার এই চেষ্টা নিঃসন্দেহে দারুণ এক চ্যালেঞ্জ।
তরুণদের বইপড়ার আগ্রহের উপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী জানান, ‘দেশে এখন শুধু স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা দুই কোটির উপরে। আর ৩৫ বছরের নিচে তারুণ্যের সংখ্যা ৫ কোটির বেশি। তথ্যপ্রযুক্তির সঙ্গে তালমিলিয়ে তরুণদের বই পড়ার দিকে মনযোগ দেয়া উচিত।
পাঠকদের জন্য ‘খেলায় সেরা বিশ্বসেরা’ প্রকাশনা সংশ্লিষ্টদের এই ডিজিটাল উদ্যোগকে তিনি স্বাগত জানান।
এ প্রসঙ্গে লেখক জানান, ‘এর আগে পূর্ণাঙ্গ কিউআর কোড সিঙ্ক ব্যবহারে কোথাও প্রকাশের নজির দেখা যায়নি। এটি বিশ্বের প্রথম বই যেখানে ব্যাপক মাত্রায় কিউআর কোড ব্যবহার হয়েছে। বই ছাড়াও বইসংশ্লিষ্ট তথ্য, ভিডিওচিত্র সংযুক্ত করা হয়েছে। বর্তমানে সংবাদপত্র ও বিজ্ঞাপন জগতেই কিউআর কোডের মাধ্যমে বহিঃতথ্য গ্রহণের সুযোগ আছে।
জাহিদ হোসাইন বলেন , অনলাইনে কিছু পড়লে যেমন লিংকের পর লিংকে ক্লিক করে যাওয়া যায়, তেমনি "খেলায় সেরা বিশ্বসেরা বই" পড়ার সময় পাঠকরা স্মার্টফোনের মাধ্যমে এই সুযোগ পাবেন।
ব্যাপক আকারে তথ্য ও ভিডিও লিংক সম্পৃক্ত করতেই কিউআর কোডের ব্যবহার হয়েছে বলেও জানান তিনি।
বইয়ের দুনিয়াতেও যে দারুণভাবে কিউআর কোড প্রযুক্তির সংযোজন সম্ভব তা বাংলাদেশ থেকেই প্রমাণ করা গেল।
বইটি একুশে বইমেলায় প্রকাশ করছে অন্বেষা প্রকাশন।
ফেসবুকে বইয়ের পাতা: fb.com/readKSBS
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘন্টা, জানুয়ারি ৩১, ২০১৫