ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলালায়ন প্ল্যান গ্রাহকদের আনলিমিটেড ডাউনলোড সুবিধা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
বাংলালায়ন প্ল্যান গ্রাহকদের আনলিমিটেড ডাউনলোড সুবিধা

ঢাকা: ফোরজি সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালায়ন গ্রাহকদের ইন্টারনেট ব্যবহার ধরণ এবং তাৎক্ষণিক বিশেষ প্রয়োজনীয়তার কথা বিবেচনায় নিয়ে বিশেষ সেবা চালু করেছে।

এই সেবার আওতায় বাংলালায়ন এর পোস্টপেইড লিমিটেড ডাটা প্ল্যান গ্রাহকরা বর্তমান প্যাকেজ মূল্যের সাথে মাত্র ২০০ টাকা যোগ করে আনলিমিটেড ডাউনলোডের সুবিধা গ্রহণ করতে পারবেন।



৫ দিনব্যাপী রাত ১টা থেকে সকাল ৬টা অথবা সকাল ৭টা থেকে সকাল ১১টা পর্যন্ত কোন শর্তাবলী ছাড়াই এ সুবিধা পাওয়া যাবে।

পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে বলে জানিয়েছেন কোম্পানিটির চিফ অপারেটিং অফিসার (সিওও) মোঃ শফিকুল ইসলাম।

বিশেষ সুবিধা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “বাংলালায়ন সর্বদাই গ্রাহকদের ক্রয়-ক্ষমতা এবং ইন্টারনেট ব্যবহারের ধরণ বিবেচনা করে নতুন নতুন সেবা দিতে সচেষ্ট। এর আগে সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ রাত্রিকালিন বিভিন্ন সেবা বাজারে এনেছে কিন্তু গ্রাহকদের নিজস্ব সময় এবং সুবিধার কথা বিবেচনা করে এ সেবাটি চালু করেছি, যা ওয়্যারলেস ব্রডব্যান্ড সার্ভিসের ক্ষেত্রে বাংলাদেশে এটাই প্রথম।

এছাড়াও বাংলালায়ন ওয়েবসাইট অথবা হটলাইন ১৬৩১৩ নম্বরে যোগাযোগ করে গ্রাহকরা সেবা সম্পর্কিত বিস্তারিত জানতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৪২৭ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।