ডিজিটাল ওয়ার্ল্ড, বিআইসিসি থেকে: ‘প্রোডাক্ট জীবনে মূল্যযোগ করার যোগ্যতা থাকতে হবে, যাতে সেটি ব্যবহারে জীবনযাত্রার মান উন্নত হয়, কাজ সহজ হয়’।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫-এ ‘প্রিন্সিপলস অফ ইউজার এক্সপেরিন্স ডিজাইন’ শীর্ষক ওয়ার্কশপের পরিচালক ওয়াহিদ বিন আহসান এ কথা বলেন।
‘হ্যান্ডস-অন ইউএক্স এ্যাট ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫– প্রিন্সিপলস অফ ইউজার এক্সপেরিন্স ডিজাইন’ শীর্ষক সেমিনার যৌথভাবে আয়োজন করেছে আইসিটি ডিভিশন, এটুআই, বেসিস এবং বিসিসি।
এ সেমিনার পরিচালনা করেছে ইউজার স্টাডি এ্যান্ড এক্সপেরিএন্স রিসার্চ হাব (ইউজারহাব)ও ইউএক্স স্যাটারডে উইথ ওয়াহিদ।
সেশনটি পরিচালনা করেন ইউজারহাব এর হেড অফ ডিজাইন এন্ড রিসার্চ ও ‘ইউএক্স স্যাটারডে উইথ ওয়াহিদ’ এর প্রতিষ্ঠাতা ওয়াহিদ বিন আহসান। সেখানে আরও উপস্থিত ছিলেন ইউজারহাবের সহ-প্রতিষ্ঠাতা নিলীমা-আহসান।
ওয়ার্কশপের পরিচালক ওয়াহিদ বিন আহসান বলেন, বিশ্বব্যাপী ব্যবহারকারী-কেন্দ্রিক ডিজাইন এর উপর বেশি জোর দেয়া হচ্ছে। একটা সফল প্রডাক্ট হতে হবে অত্যন্ত প্রয়োজনীয়, মনোহরী, কল্যাণকর ও প্রবেশগম্য।
তিনি সেশনটিতে ইউজার-সেন্টারড ডিজাইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরার পাশাপাশি ইউএক্স এর প্রতিপাদ্য বিষয়গুলো নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫