ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রনালয়ের আইসিটি বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে “সাইবার নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধি” শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়।
দেশব্যাপী সরকারের বিভিন্ন পর্যায়ে তথ্যপ্রযুক্তি বিষয়ক আইনের সচেতনতা বৃদ্ধির লক্ষে মঙ্গলবার ঢাকার সোবহানবাগে ডিআইইউ মিলনায়তনে আয়োজিত এ সেমনিারে ডিআইইউ উপাচার্য অধ্যাপক ড. এম. লুৎফর রহমান প্রধান অতিথি, বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক. ড. মোঃ গোলাম রহমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিষয়ক মন্ত্রনালয়ের আইসিটি বিভাগের উপ-সচিব ও কর্মসূচী পরিচালক (সাইবার সিকিউরিটি) মাহবুবা পান্না বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ডিআইইউ’র বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. মাহবুব-উল-হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন এবং ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশন এর সহ-সভাপতি ইঞ্জিনিয়ার তানভীর হাসান জোহা ও পরিচালক (জনসংযোগ) আতিকুল ইসলাম খান পাওয়ার পয়েন্ট প্রেসেন্টেশন দেন।
বক্তারা প্রতিটি ওয়েবসাইটের সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনিয়তা পাশাপাশি এ ব্যাপারে দেশব্যাপী সাইবার সিকিউরিটির উপর গনসচেতনতা বৃদ্ধির জন্য সবার সহযোগিতা কমনা করেন। এসময় তারা বলেন যে প্রথমে নিজেকে রক্ষা করতে জানতে হবে এরপরে অন্যের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
সেমিনারে আরও জানানো হয় সাইবার সিকিউরিটি কোর্সটি ১৯৯৬ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কম্পিউটার সায়েন্সের অংশ হিসেবে পাঠ্যসূচীতে অন্তর্ভূক্ত হয় এবং পরে বিভিন্ন সারকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কোর্সটি চালু করা হয়।
সেমিনারে বক্তারা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাইবার ক্রাইমের উপর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাঠ্যক্রম প্রনয়ণের জন্য সরকারের প্রতি আহবান জানান।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫