ঢাকা: বিদেশ থেকে আমদানি করা একটি অটোমেটিক এগ ইনকিউবেটরের দাম ৬-৭ লাখ টাকা। অথচ মাত্র এক লাখ টাকায় এ সিস্টেম দিচ্ছে ‘দ্য সাডেন লিংক ইনকিউবেটর’ নামে একটি কোম্পানি।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবম আন্তর্জাতিক পোল্ট্রি প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানটির প্রোপাইটার সোহেদুল হক বাংলানিউজকে বলেন, সাডেন লিংক ইনকিউবেটর বিদ্যুতচালিত বিশেষ ধরনের ইনকিউবেটর।
মাইক্রো কম্পিউটার কন্ট্রোল ও সেরা প্রযুক্তির মাধ্যমে অটোমেটিক এই ইনকিউবেটরে ডিম থাকে নিরাপদ। বিশেষ ধরনের এ ইনকিউবেটরে শুধু মুরগীর ডিমই নয়, প্রয়োজনীয় আলো ও তাপে কোয়েলের ডিমও রাখা যায়।
সাডেন লিংক ইনকিউবেটর পোল্ট্রি খামারিদের জন্য যেসব সেবা দিচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে- মাইক্রো কন্ট্রোলার, কোয়েল এগ ট্রে, হবি অ্যান্ড ল্যাব ইনকিউবেটর, এগ সেটিং ট্রে, এগ হ্যাচিং ট্রে, এগ টার্নিং মোটর, ছোটো এবং মাঝারি সাইজের ইনকিউবেটর ফ্যান মোটর, হর্স ফ্যান মোটর, হিউমিডিটি হিটার মেশিন, ছোটো আকারের হ্যাচার, লার্জ হ্যাচার এবং স্যাটার ট্রলি।
ছোট-বড় বিভিন্ন আকারে পাওয়া যাচ্ছে সাডেন লিংকের ইনকিউবেটর। ৩০ পিস থেকে ৩০ হাজার ১৯২টি মুরগীর ডিম এসব ইনকিউবেটরে রাখা যায়। আর কোয়েলের ডিম রাখা যায় ৯৯ পিস থেকে ৫৩ হাজার ৪৬০টি পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫