অ্যান্ড্রয়েডের জন্য প্রকাশ করা হয়েছে বিজয় বাংলা সফটওয়্যার। গুগলের প্লে স্টোরে ১৯ ফেব্রুয়ারি সফটওয়্যারটির অ্যান্ড্রয়েড সংস্করণ আপলোড করা হয়।
অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোন, ট্যাবলেট বা কম্পিউটারের উপযোগী করে এটি তৈরি হয়েছে।
গুগল প্লেস্টোরে এই https://play.google.com/store/apps/details?id=bijoy.keyboard ঠিকানায় গিয়ে অ্যাপটি ডাউনলোড করতে হবে। ডাউনলোডের পরও যদি ব্যবহার না করা যায় তবে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে।
ইন্সটলেশন সম্পূর্ণ হওয়ার পর অ্যান্ড্রয়েড ডিভাইসের Setting অপশনটি ওপেন করতে হবে।
এরপর Language & Input অপশনে গিয়ে Bijoykeyboard সিলেক্ট করলে এর বাম পাশে একটি টিক চিহ্ন দেখা যাবে।
এরপর বিজয় অ্যান্ড্রয়েড দিয়ে বাংলা লিখার জন্য কীবোর্ডে বিজয় বোতামটি প্রেস করতে হবে।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫