ই-কমার্স প্রতিষ্ঠান ‘ফুড মার্ট’ চালু করেছে অনলাইন পেমেন্ট সিষ্টেম। ফলে ক্যাশ অন ডেলিভারির পাশাপাশি গ্রাহকরা এখন থেকে অনলাইনে ভিসা ও মাস্টার কার্ড, ডিবিবিএল নেক্সাস কার্ড, বিকাশ, কিউ-ক্যাশ, আমেরিকান এক্সপ্রেস, জেসিবি, ডিসকভার এবং ম্যাস্ট্রো ব্যবহার করে পেমেন্টের সুবিধা পাচ্ছেন।
ভার্চুয়াল এই সেবায় ফুড মার্টের সাথে সংযুক্ত রয়েছে রাজধানীর বনানী, গুলশান-১ ও ২, বারিধারা, মহাখালী, বসুন্ধরা, নিকেতনসহ বনশ্রী এলাকার ২০০ রেস্টুরেন্ট।
চলতি মাস থেকে ধানমন্ডি, খিলগাঁ এবং মিরপুরের গ্রাহকরা এর ওয়েবসাইট থেকে সুবিধাটি নিতে পারবে। আর মার্চ থেকে পুরো ঢাকায় সেবা সম্প্রসারণের প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।
তাই নিজ এলাকার পছন্দের সব রেস্টুরেন্টের পছন্দের সব খাবার অর্ডার দিয়ে দ্রুতই পাওয়া যাবে। গ্রাহকদের এখানে ডেলিভারি চার্জ দিতে হয়না। এছাড়া অর্ডারের সঙ্গে সঙ্গে একটি ফিরতি এসএমএসে প্রয়োজনীয় তথ্য জানিয়ে দেয়া হয়।
বিস্তারিত জানা যাবে (www.foodmart.com.bd) এ সাইটে। প্রতিষ্ঠানের ফেসবুক অ্যাড্রেস (www.facebook.com/foodmartofficial)।
বাংলাদেশ সময়: ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫