ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

লজিটেকের ওয়্যারলেস প্রযুক্তির নতুন মাউস

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
লজিটেকের ওয়্যারলেস প্রযুক্তির নতুন মাউস

ব্যবহার-বান্ধব তারহীন প্রযুক্তির লজিটেক মাউস এসেছে দেশের বাজারে। বাহারি নকশার এম২৮০ মডেলটিতে রয়েছে রাবারের গ্রিপ।

ফলে ব্যবহারে বেশ সাচ্ছন্দ্য বোধ করবেন ব্যবহারকারীরা।

এর বিশেষ বৈশিষ্ট্য হলো ৮০ ফুট দূরত্বের মধ্যে কম্পিউটার বা ল্যাপটপে সহেজই এটি কাজ করতে সক্ষম।

মাউসটির মোট তিনটি বাটন এবং একটি স্ক্রল বার যা দিয়ে মাউস না ঘুরিয়েই ডানে-বামে, ওপরে-নিচে প্রয়োজনানুযায়ী নেয়া যায়।

এছাড়া এতে লজিটেক অ্যাডভান্স অপটিক্যাল ট্রাকিং প্রযুক্তি যুক্ত রয়েছে।
ফলে এটি এতোটা সুক্ষ্মভাবে কাজ করে যে প্রতি ইঞ্চি জায়াগার অন্তত ১০০০টি ডট চিহ্নিত করতে পারে।

মাউসটির আরেকটি বিশেষ সুবিধা হলো ১৮ মাস পর্যন্ত এর ব্যাটারি থাকে সমান কার্যকর।

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধা দিয়ে লজিটেক ব্যান্ডের এম২৮০ মডেলটি এনেছে বাংলাদেশে লজিটেকের একমাত্র পরিবেশক কম্পিউটার সোর্স।

১৫’শ টাকায় পাওয়া যাচ্ছে মাউসটি।

সরাসির জানতে: “০১৭৩০ ৩৩৪ ১৬৫”।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।